সংবাদ বিজ্ঞপ্তি
‘প্রধানমন্ত্রীর জামাতাও বিএনপি করেন’-এমন মন্তব্য করায় যশোর সদর উপজেলা যুব মহিলা লীগের আহবায়ক ও সদর উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী ফাতেমা আনোয়ারকে দল থেকে বাহিষ্কারসহ সাংগঠনিক ব্যবস্থা নেয়ার জন্য কেন্দ্রীয় নেতৃত্বের কাছে সুপারিশ করা হয়েছে।
জেলা আওয়ামী লীগের সভাপতি বীরমুক্তিযোদ্ধা শহিদুল ইসলাম মিলন ও সাধারণ সম্পাদক সাবেক এমপি শাহীন চাকলাদার এমন সুপারিশ করেছেন।
জেলা শাখার উপ-দপ্তর সম্পাদক ওহিদুল ইসলাম তরফদার প্রেরিত এক বিবৃতিতে একথা জানানো হয়েছে।
গত বৃহস্পতিবার প্রেসক্লাব যশোর মিলনায়তনে আয়োজিত এক মতবিনিময় সভায় সাংবাদিকদের প্রশ্নের উত্তরে ফাতেমা আনোয়ার বলেন- তার স্বামী জেলা ছাত্রদলের সাবেক নেতা। একই পরিবারের কেউ একাধিক দল করতেই পারেন। মাননীয় প্রধানমন্ত্রীর জামাতাও বিএনপি করেন। সংবাদ সম্মেলনে তার এমন বক্তব্যের একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হলে যশোর জেলা আওয়ামী লীগ নেতৃবৃন্দের দৃষ্টি গোচর হয়।
জানা গেছে, ফাতেমা আনোয়ারের স্বামী আনিসুর রহমান লিটন ওরফে ফিঙ্গে লিটন পুলিশের তালিকায় মোস্ট ওয়ান্টেড। তিনি খুন-গুম, মাদক, সোনা ও অস্ত্র চোরাচালানসহ একাধিক অপরাধ কর্মকাণ্ডের সাথে জড়িত। তিনি দীর্ঘ দিন ধরে দেশের বাইরে পলাতক। দেশের শীর্ষ সন্ত্রাসীদের তালিকায় তার নাম রয়েছে। তিনি ইন্টারপোলেরও ওয়ান্টেড আসামি।