কাগজ ডেস্ক:
ত্রয়োদশ ওয়ানডে বিশ্বকাপে ভরাডুবি হয়েছে বাংলাদেশ দলের। গ্রুপ পর্বে ৯ ম্যাচের মাত্র দুটিতে জয় পেয়েছে টাইগাররা। বিশ্বমঞ্চে টাইগারদের এমন বাজে পারফরম্যান্সে বেশ নড়েচড়ে বসেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। এরই মধ্যে বেশকিছু সিদ্ধান্তও নিয়েছে সংস্থাটি।
সোমবার নাজমুল হাসান পাপনের গুলশানের বাসভবনে যান টাইগারদের সাবেক অধিনায়ক তামিম ইকবাল। বৈঠক শেষে তামিম বের হলে গণমাধ্যমের সামনে কথা বলেন বিসিবি বস পাপন।
বিসিবি ছাড়ার ইঙ্গিত দিয়ে পাপন বলেন, ‘বিপিএলের পর তামিমের ব্যাপারে সিদ্ধান্ত নেয়া হবে। তার আগে সে ফিরবে না। আমার মেয়াদ শেষের দিকে, দায়িত্ব ছাড়ার আগে বেশকিছু কঠিন সিদ্ধান্ত নিতে চাই।’
তিনি আরো বলেন, ‘আমি বেশিদিন নাই। এই টার্মটা তো আর বেশি দিন নাই। এরপর আর এক বছর আছে। যাওয়ার আগে অবশ্যই আমি দলটা ঠিক করে যাবো। যা যা করা দরকার এটা আমি করে যাবো। সেটা ঠিক হবে কি না আমি জানি না। আমি যেটা মনে করি করা দরকার, ওটা করবো।’
এদিকে চলতি বছর বাংলাদেশের হয়ে মাঠের ক্রিকেটে তেমন একটা দেখা যায়নি তামিমকে। তবে মাঠে না থেকেই সবচেয়ে বেশি আলোচনায় এসেছেন তিনি। অবসর কান্ড, ইনজুরি ও বিশ্বকাপ দল থেকে অপ্রত্যাশিতভাবে বাদ পড়ায় তিনি ছিলেন গণমাধ্যমের কেন্দ্রবিন্দুতে।